মোটরগাড়ি এলো যেভাবে
২০২০-১০-১৯
প্রথমে পদব্রজ। এরপর প্রাণীচালিত যানবাহন। যোগাযোগে প্রাচীন পৃথিবীতে এর বাইরে কিছু ভাবারই সুযোগ ছিলো না। ৫ হাজার খ্রিস্টপূর্বাব্দের দিকে প্রাচীন মেসোপটেমিয়ায় যখন চাকা আবিষ্কৃত হয়, তখন থেকেই যানবাহনের ক্রমাগত পরিবর্তন চলতে থাকে। তবে ১৫০০ সালের দিকে লিওনার্দো দ্য ভিঞ্চি ‘স্বচালিত গাড়ি’ এর মতো ধারণা দিয়ে যেন এক নতুন দুয়ার খুলে দিলেন। তারপর তো ইতিহাস। দ্য রাইডার অবলম্বনে জানানো হচ্ছে তা ।বিস্তারিত