।। বার্তাকক্ষ প্রতিবেদন ।।
একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ড পাওয়া পলাতক আসামি নজরুল ইসলামকে গ্রেফতার করেছে র্যাব। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (৩ জুন) সকালে ঢাকার মোহাম্মদপুর থেকে তাকে গ্রেফতার করা হয়। দুপুরে র্যাবের মুখপাত্র খন্দকার আল মঈন এ তথ্য জানান।
মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের দায়ে নওগাঁ জামায়াতের সাবেক নেতা রেজাউল করিম মন্টুসহ তিন জনকে গত ৩১ মে মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
মৃত্যুদণ্ড পাওয়া অন্য দুই আসামি হলেন—নওগাঁর মো. নজরুল ইসলাম ও মো. শহিদ মণ্ডল।
মৃত্যুদণ্ড পাওয়া তিন জনের মধ্যে নজরুল পলাতক ছিলেন। মিন্টু ও শহিদ কারাগারে।
তাদের বিরুদ্ধে একাত্তরে মুক্তিযুদ্ধকালে আটক, হত্যা, নির্যাতন, অপহরণ, লুণ্ঠন ও অগ্নিসংযোগের মতো তিনটি অভিযোগ আনা হয়।