grand river view

।। শোবিজ প্রতিবেদন ।।

দক্ষিণ কোরিয়ার বুসান ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালের কিম জি সুক অ্যাওয়ার্ডের জন্য মনোনীত হয়েছে মোস্তফা সরয়ার ফারুকীর ‘নো ল্যান্ডস ম্যান’। আজ সোমবার উৎসবটির আয়োজক কর্তৃপক্ষের ওয়েবসাইটে এ ঘোষণা এসেছে। কিম জি সুক বিভাগে দুটি পুরস্কার দেয়া হয়। যার মূল্যমান ১০ হাজার ডলার।

‘নো ল্যান্ডস ম্যান’-এর সঙ্গে মনোনয়ন পেয়েছে আরও ছয়টি সিনেমা। এর মধ্যে আছে ফিলিপাইনের বিখ্যাত পরিচালক ব্রিলান্তে মেন্ডোজার ‘জেনসান পাঞ্চ’, সিঙ্গাপুরের রয়স্টান টানের ‘২৪’, জাপানের নাওমি ওগিগামির ‘রিভারসাইড মুকোলিটা’, আজারবাইজানের ইলগার নাজাফের ‘সুগরাস সন্স’, চীনের ওয়াং কুই-এর ‘বারগেইন’ ও ভারতের অপর্ণা সেনের ‘দ্য রেপিস্ট’।

আগামী ৬ অক্টোবর শুরু হয়ে বুসান চলচ্চিত্র উৎসবের পর্দা নামবে ১৫ অক্টোবর।