grand river view

।। বার্তাকক্ষ প্রতিবেদন ।।

খুলনা বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস আক্রান্ত ৩১ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে করোনা শনাক্ত হয়েছে ৮৬৬ জনের। এ নিয়ে বিভাগে করোনা শনাক্তের সংখ্যা ৯০ হাজার ছাড়ালো। বুধবার (২৮ জুলাই) খুলনা বিভাগীয় স্বাস্থ্য অধিদফতর সূত্রে এ তথ্য জানা যায়।

সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় বিভাগের মধ্যে খুলনায় নয়, যশোরে ছয়, কুষ্টিয়ায় পাঁচ, ঝিনাইদহে চার, মাগুরায় তিন, চুয়াডাঙ্গায় দুই, বাগেরহাট ও মেহেরপুরে একজন করে মারা গেছেন।

করোনা সংক্রমণের শুরু থেকে আজ সকাল পর্যন্ত খুলনা বিভাগের ১০ জেলায় ৯০ হাজার ৫৪৯ জনের করোন শনাক্ত হয়েছে। মারা গেছেন দুই হাজার ২৯৪ জন। আর ৬৫ হাজার ৪৬১ জন সুস্থ হয়েছেন।