grand river view

।। বার্তাকক্ষ প্রতিবেদন ।।

আগামীকাল সোমবার মডার্নার আরো টিকা আসছে।

আজ রোববার (১৮ জুলাই) স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মাইদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানিয়েছেন, আগামীকাল সোমবার সন্ধ্যা ৭ টা ২০ মিনিটে যুক্তরাষ্ট্র থেকে মডার্নার টিকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছাবে।

জাতিসংঘের কোভ্যাক্স সুবিধার আওতায় পাওয়া মডার্নার এ টিকার চালান গ্রহণ করবেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

এর আগে কোভ্যাক্সের আওতায় মডার্নার আরও ১২ লাখ ৬৭ হাজার দু শ ডোজ টিকা ঢাকায় এসে পৌঁছায় গত ৩ জুলাই।

এদিকে, গতকাল শনিবার চীন থেকে কেনা সিনোফার্মের টিকার আরও ২০ লাখ ডোজ দেশে পৌঁছায়।

ভ্যাকিসিন ডেপ্লয়মেন্ট কমিটির সদস্য সচিব ডা. শামসুল হক রোববার ( ১৮ জুলাই) বলেন, ২০ লাখ ডোজ টিকা দুই ফ্লাইটে দেশে পৌঁছেছে। আর সব মিলিয়ে সিনোফার্ম থেকে এখন পর্যন্ত মোট ৫১ লাখ ডোজ টিকা এল।

প্রসঙ্গত, এর আগে চীন থেকে দেড় কোটি ডোজ করোনাভাইরাসের টিকা কেনার চুক্তি হয়েছে ।