grand river view

।। শোবিজ প্রতিবেদন ।।

সিনেমা বানাচ্ছেন বিজ্ঞাপনের বড় নির্মাতা আদনান আল রাজীব। এটা পুরনো খবর। নতুন খবর হলো এই ঈদেই মুক্তি পাচ্ছে সেটি। 

‘ইউটিউমার’ নামের এই সিনেমা মুক্তি পাচ্ছে একটি দেশীয় ওয়েব প্ল্যাটফর্মে। বুধবার (৮ জুলাই) ছবিটির পোস্টার উন্মুক্ত ও মুক্তির বিষয়টি ঘোষণা করে আদনান।

প্রীতম হাসান ও জিয়াউল হক পলাশ অভিনীত ‘ইউটিউমার’ মুক্তি পাচ্ছে ঈদের দিন। পোস্টার প্রকাশের পর থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় ছবিটি নিয়ে আলোচনা। এই ছবিতে আরও অভিনয় করেছেন গাউসুল আলম শাওন, শরাফ আহমেদ জীবন, কারিনা কায়সার, সালমান মুক্তাদিরসহ অনেকে।

আদনান আল রাজীব বলেন বলেন, ‘বিশেষ দিক হলো, কাজটি করেছি নিজের মতো করে। মানে স্বাধীনতা পেয়েছি। আর তাছাড়া ফিল্মটি এই সময়ের জন্য খুবই প্রাসঙ্গিক। আশা করছি অনেকের ভালো লাগবে।’

‘ইউটিউমার’ আদনান আল রাজীবের প্রথম চলচ্চিত্র। সম্প্রতি এই নির্মাতা আলোচনায় এসেছেন আশফাক নিপুণের ওয়েব সিরিজ ‘মহানগর’-এর একটি অদৃশ্য চরিত্রে স্বনামে অভিনয় করে!