grand river view

।। শিল্প ও সাহিত্য ডেস্ক ।।

অতিমারি করোনাভাইরাসের কারণে জীবন কিছুটা অস্থির হলেও লেখালেখি চালিয়ে যাচ্ছেন কবি ও গদ্যকার ফেরদৌস নাহার। উত্তরকালের সঙ্গে আলাপচারিতায় তেমনটিই জানিয়েছেন এই লেখক।  

‘এখন কি লিখছেন?’ জানতে চাইলে তিনি বলেন, কিছু কবিতা লিখেছি, সেগুলো ঘষামাজা করছি। সেইসঙ্গে কিছু গদ্য/গল্পের প্লটও মাথায় ঘোরাঘুরি করছে।

নিজের সাম্প্রতিক পড়াশোনা সম্পর্কে তিনি বলেন, পড়ছি, নানা রকমের ভ্রমণ ও বায়োগ্রাফি। ঘোরাঘুরি করতে পারছি না বলে, এ ধরনের বই পড়তে ভালো লাগছে।

‘করোনা মহামারি কতটুকু প্রভাব ফেলছে আপনার লেখায়?’ এমন প্রশ্নে ফেরদৌস নাহার জানান, করোনার কারণে লেখার গতি কিছুটা কম, তবে লেখার আঙ্গিকে তার কোনো প্রভাব ফেলার সুযোগ দিইনি।

প্রসঙ্গত, কবি ফেরদৌস নাহারের জন্ম, ৪ অক্টোবর। বেড়ে ওঠা ঢাকাতে। কবিতার পাশাপাশি ছবি আঁকেন, গান লেখেন, নানা রকমের গদ্য লেখেন। পড়াশোনা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর। এ পর্যন্ত প্রকাশিত হয়েছে বেশকিছু কবিতা ও প্রবন্ধের বই। বাংলাদেশের ব্যান্ড সংগীতের দল ‘মাইলস’-এর অনেকগুলো জনপ্রিয় গানের রচয়িতা তিনি।