
।। বার্তাকক্ষ প্রতিবেদন ।।
নাটোরে সকালে হাঁটতে বেরিয়ে ট্রাক চাপায় প্রাণ গেছে এক পুলিশ সদস্যের। নিহত বিষ্ণুপদ (৩০) নাটোর পুলিশ লাইন্সে অ্যাসিস্ট্যান্ট টাউন সাব-ইন্সপেক্টর (এটিএসআই) পদে কর্মরত ছিলেন।
সোমবার (২২ ফেব্রুয়ারি) সকালে শহরের বড় হরিশপুর শ্মশানঘাট এলাকায় তিনি দুর্ঘটনায় পড়েন বলে পুলিশ লাইন্সের রিজার্ভ ইন্সপেক্টর (আরআই) রমজান আলী খান জানান।
তিনি বলেন, “সকালে হাঁটতে বেরিয়েছিলেন বিষ্ণুপদ। হরিশপুর শ্মশানঘাটের ৫০ মিটার আগে একটি দ্রুতগামী গাড়ি তাকে চাপা দেয়।”
স্থানীয়রা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক এটিএসআই বিষ্ণুপদকে মৃত ঘোষণা করেন।
নাটোরের কোর্ট ইন্সপেক্টর আমিনুর রহমান জানান, বিষ্ণুপদ গত এক বছর ধরে কোর্ট পুলিশ হিসেবে দায়িত্ব পালন করছিলেন। ময়নাতদন্ত শেষে তার মরদেহ বগুড়ায় গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হবে।