।। বার্তাকক্ষ প্রতিবেদন ।।
উদ্ধার করা হয়েছে ইন্দোনেশিয়ায় জাভা সাগরে বিধ্বস্ত হওয়া শ্রী-বিজয়া বিমানের একটি ব্ল্যাকবক্স। মঙ্গলবার সাগরের তলদেশ থেকে এটি উদ্ধার করা হয়।
দেশটির এভিয়েশন কর্তৃপক্ষ বলছে, দ্বিতীয় ব্ল্যাকবক্সটি উদ্ধারে অভিযান অব্যাহত আছে। উদ্ধারকৃতটির আশপাশেই দ্বিতীয়টি পাওয়ার সম্ভাবনা রয়েছে বলেও আশা করছে উদ্ধারকারী দল।
ইন্দোনেশিয়ার বিমান বাহিনীর প্রধান জানান, উদ্ধার হওয়া বক্সটি থেকে তথ্য সংগ্রহের চেষ্টা চলছে। সেখান থেকেই মিলতে পারে দুর্ঘটনার প্রকৃত কারণ।
গেলো শনিবার, ৬২ আরোহী নিয়ে জাভা সাগরে নিখোঁজ হয় ‘শ্রী-বিজয়া এয়ারে’র বিমানটি। পরে অভিযান চালিয়ে উদ্ধার করা হয় বিমানটির ধ্বংসাবশেষ ও বেশ কয়েক জনের মরদেহ। চলছে পরিচয় শনাক্তের কাজ।
ইন্দোনেশিয়া এয়ার চিফ মার্শাল হাদি জাহজান্তো বলেন, প্রতিটি মরদেহ উদ্ধার না করা পর্যন্ত আমাদের অভিযান অব্যহত থাকবে। এমনকি বিমানের প্রত্যেকাটা অংশ উদ্ধার করতে চাই। আমরা আশা করছি যে ব্লাকবক্সটি উদ্ধার হয়েছে তার আশ পাশেই পাওয়া যাবে দ্বিতীয়টি। সাগরের নীচে কাদার কারণে কিছুটা বেগ পেতে হচ্ছে।

Comments are closed, but trackbacks and pingbacks are open.