Berger Viracare

।। বার্তাকক্ষ প্রতিবেদন ।।

ময়মনসিংহের তারাকান্দা উপজেলার গাছতলা নামক স্থানে নেত্রকোনাগামী যাত্রীবাহী বাস ও সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষে ঘটনাস্থলে অটোরিকশার চালকসহ ৭ জন নিহত হয়েছেন।

রোববার (৩ জানুয়ারি) দুপুর দেড়টার দিকে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

তারাকান্দা থানার ওসি আবুল খায়ের জানান, দুপুর দেড়টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা নেত্রকোনাগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে সিএনজি চালিত অটোরিকশার মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। সিএনজি চালিত অটোরিকশা দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই চালকসহ সব যাত্রী নিহত হয়। ময়মনসিংহ ফায়ার সার্ভিস এবং পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে নিহতদের উদ্ধারের কাজ চালাচ্ছে। নিহতদের নাম-পরিচয় জানা যায়নি জানান ওসি। নিহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ মর্গে আনা হবে।