।। শোবিজ প্রতিবেদক ।।
মিস কনফিডেন্ট খেতাব জিতেছেন রাজশাহীর মেয়ে ইয়াসমিন মুস্তারি বাঁধন। হালেই শেষ হওয়া ইনস্টাগ্রামভিত্তিক ‘বাংলাদেশ আনফরগেটাবল বিউটি – ২০২১’ কনটেস্টে অংশ নিয়ে বাঁধন জিতে নিয়েছেন এই খেতাব।
দর্শকের ভোট, ইনস্টাগ্রাম হ্যান্ডেলের পোস্ট ও ফলোয়ার বিবেচনা করে করে এই প্রতিযোগিতায় বিজয়ী নির্ধারন করা হয়। প্রতিযোগিতায় সেরা বৃষ্টি দেওয়ান আগামী বছর প্রতিযোগিতার মূল পর্বে আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন।
আর মিস কনফিডেন্ট খেতাবধারী বাঁধনের ছবি থেকে বিউটি পেজেন্টের জন্য কেমন ছবি তুলতে হয় তা নতুনরা শিখবেন। এর আগে এ বছরই আয়োজিত মিস আর্থ বাংলাদেশ প্রতিযোগিতায় বাঁধন জিতেছেন ‘মিস ওয়াটার’ খেতাব।
গেলো বছর মিস ওয়ার্ল্ড বাংলাদেশ প্রতিযোগিতায় সেরা ২০ জনের মধ্যে স্থান করে নিয়েছিলেন তিনি।