।। বার্তাকক্ষ প্রতিবেদন ।।
আম বয়ানের মধ্য দিয়ে শুরু হয়েছে তাবলিগ জামাত আয়োজিত ৫৫ তম বিশ্ব ইজতেমার দ্বিতীয়পর্ব। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বাদ আছর আম বয়ান করেন বাংলাদেশের ফায়সাল সুরা ওয়াসিফুল ইসলাম।
বিশ্ব ইজতেমায় সাদপন্থি এক মুরুব্বি জানান, ইজতেমার দ্বিতীয় পর্বের আনুষ্ঠানিকতা বৃহস্পতিবার বাদ আছর আম বয়ানের মধ্য দিয়ে শুরু হয়েছে। আম বয়ান করেন বাংলাদেশের ফায়সাল সুরা ওয়াসিফুল ইসলাম। পরে বাদ মাগরিব বয়ান করবেন ভারতের মওলানা শামীম। শুক্রবার (১৭ জানুয়ারি) বাদ ফজর বয়ান করবেন ভারতের নিজামুদ্দিনের মওলানা চেরাগ উদ্দিন।
তিনি আরও জানান, ইজতেমার দ্বিতীয়পর্বে অংশ নিতে টঙ্গীর তুরাগতীরে ইজতেমা ময়দানে জড়ো হয়েছেন দেশ-বিদেশের মুসল্লিরা। কনকনে শীত উপেক্ষা করে বুধবার (১৫ জানুয়ারি) থেকে মুসল্লিরা ইজতেমার ময়দানে আসতে শুরু করেন। রোববার (১৯ জানুয়ারি) আখেরি মোনাজাতের আগ মুহূর্ত পর্যন্ত তারা আসতে থাকবেন।
ইতোমধ্যে মুসল্লিরা যার যার খিত্তায় অবস্থান নিচ্ছেন। বিভিন্ন যানবাহনে প্রয়োজনীয় জিনিসপত্র সঙ্গে নিয়ে দলবেঁধে মুসল্লিরা অবস্থান নিচ্ছেন ময়দানে। রান্না-বান্নার জিনিসপত্র রয়েছে তাদের সঙ্গে। দ্বিতীয়পর্বেও দেশের ৬৪ জেলার মুসল্লি ইজতেমায় নেবেন।
ধর্মপ্রাণ মুসল্লিরা ইজতেমার মওলানাদের বয়ন শুনতে ও ইবাদত করবেন। তিন দিনব্যাপী বিশ্ব ইজতেমার দ্বিতীয়পর্বে দেশ-বিদেশের লাখ লাখ ধর্মপ্রাণ মুসল্লি অংশ নেবেন বলে আশা করছেন আয়োজকরা। চলতি বছরের রোববার (১৯ জানুয়ারি) আখেরি মোনাজাতে সম্পন্ন হবে বিশ্ব ইজতেমার দ্বিতীয় ও শেষ পর্ব।
এর আগে বৃহস্পতিবার (৯ জানুয়ারি) বাদ মাগরিব ভারতের মওলানা ইব্রাহিম দেওলার আম বয়ানের মধ্য দিয়ে শুরু হয় বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। পরে রোববার (১২ জানুয়ারি) আখেরি মোনাজাতে সম্পন্ন হয় বিশ্ব ইজতেমার প্রথম পর্ব।