।। বার্তাকক্ষ প্রতিবেদন ।।
ঢাকার পল্লবীতে একটি নির্মাণাধীন ভবনে কাজ করার সময় নয়তলা থেকে পড়ে তিনজন শ্রমিকের মৃত্যু হয়েছে। এরা হলেন- সেলিম (১৯), সোহেল রানা (২৪) ও অসীম (১৮)। তাদের সবার বাড়ি রাজশাহীর গোদাগাড়িতে।
মঙ্গলবার দুপুরে মিরপুর ১২ নম্বর সেকশনের বি ব্লকের ৭ নম্বর সড়কের ১১৯ নম্বর প্লটে কাজ করার সময় তারা পড়ে যান বলে পল্লবী থানার পরিদর্শক (অপারেশন) এমরানুল ইসলাম জানান।
এই শ্রমিকরা ভবনের বাইরে বাঁশের মাঁচায় ঝুলে কাজ করছিলেন। বাঁশের মাঁচাটি ভেঙে নিচে পড়ে যায়। আহত অবস্থায় তাদের স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত বলে জানান।
নয়তলা এই ভবনটির নির্মাণ কাজ শেষ পর্যায়ে জানিয়ে পুলিশ কর্মকর্তা এমরানুল বলেন, নিহত তিনজনের মধ্যে দুইজনের লাশ ঢাকা মেডিকেল কলেজ এবং একজনের লাশ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মর্গে নেওয়া হয়েছে। ময়নাতদন্ত শেষে লাশ স্বজনের কাছে দেওয়া হবে।