।। বার্তাকক্ষ প্রতিবেদন ।।
কিশোরগঞ্জে ভৈরব রেলস্টেশনে ঢাকামুখী আন্তঃনগর গোধূলী এক্সপ্রেস ট্রেন থেকে সাড়ে ২৮ লাখ টাকার বৈদেশিক মুদ্রা জব্দ করা হয়েছে। এসময় মনির নামের একজনকে আটক করা হয়। বুধবার গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ওই অভিযান পরিচালনা করে রেলওয়ে পুলিশ। অভিযুক্ত মনিরের নামে রেলওয়ে থানায় একটি মামলা হয়েছে।
মনিরের বাড়ি নরসিংদীর রায়পুরায় বলে জানা গেছে। পুলিশের অভিযোগ, মনির দীর্ঘদিন ধরে হুন্ডি ব্যবসায় জড়িত।