।। বার্তাকক্ষ প্রতিবেদন ।।
প্রশাসনের কেন্দ্রবিন্দু সচিবালয়ে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ে অগ্নিকাণ্ড ঘটেছে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের নিয়ন্ত্রণ কক্ষ জানায়, রোববার বিকেল সাড়ে ৩টার দিকে সচিবালয়ের ৬ নম্বর ভবনে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ে আগুন লাগে।
ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট দ্রুত ওই আগুন নিভিয়ে ফেলে।
আগুন লাগার কারণ বা ক্ষয়ক্ষতির তথ্য তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি ফায়ার সার্ভিস।