।। বার্তাকক্ষ প্রতিবেদন ।।
ছয় ঘণ্টা পর শুরু হয়েছে মৌলভীবাজারের কুলাউড়ায় ঢাকাগামী আন্তঃনগর উপবন এক্সপ্রেস দুর্ঘটনার উদ্ধার কাজ চলায় বন্ধ হওয়া ঢাকা-সিলেট রুটের ট্রেন চলাচল।
শনিবার (২৯ জুন) দুপুর ১টা ৫০ মিনিটে ওই রুটের ট্রেন চলাচল স্বাভাবিক হয়। এর আগে সকাল আটটা থেকে ওই রুটের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
বরমচাল স্টেশন মাস্টার শফিকুল ইসলাম জানান, সকাল ১০টার মধ্যে উদ্ধার কাজ সম্পন্ন হওয়ার কথা ছিলো। কিন্তু টানা বৃষ্টিতে খালের মধ্য পানি জমায় উদ্ধার কাজ সম্পন্নের করতে বিলম্ব হয়। দুপুর ১৩টা ৪৫ মিনিটে উদ্ধার কাজ সম্পন্নের পর ঢাকা-সিলেট রুটের ট্রেন চলাচল স্বাভাবিক হলো।