।। বার্তাকক্ষ প্রতিবেদন ।।
ঢাকায় মোহাম্মদপুরে র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে তানভীর আহমেদ আনিক (৩৬) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। বুধবার (১৯ জুন) দিবাগত রাত দু’ টার দিকে এ ঘটনা ঘটে বলে জানিয়েছ্নে র্যাব-২ কর্মকর্তা মেজর মোহাম্মদ আলী। তিনি বলেন, নিহত আনিক ছিল একজন সন্ত্রাসী।
র্যাব সূত্র জানায়, মোহাম্মদপুরের বছিলা গার্ডেন সিটি এলাকায় শীর্ষ সন্ত্রাসী গ্রুপ সেভেন স্টারের সন্ত্রাসীদের সঙ্গে র্যাবের গুলি বিনিময় হয়েছে। এতে ওই বাহিনীর প্রধান তানভীর আহমেদ অনিক (৩৬) নিহত হয়ষ এ সময় ঘটনাস্থল থেকে একটি দেশি পিস্তল ও একটি বিদেশি রিভলভার ও গুলি উদ্ধার করা হয়। এ সময় র্যাবের দুই সদস্য আহত হন। আরও জানায়, নিহত সন্ত্রাসী আনিকের বিরুদ্ধে অস্ত্র, অপহরণ ও হত্যাসহ ৮/১০টি মামলা রয়েছে।