।। বার্তাকক্ষ প্রতিবেদন ।।
বন্দুকযুদ্ধে ঠাকুরগাঁওয়ের ফকিরগঞ্জ সীমান্ত এলাকায় বন্দুকযুদ্ধে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছে বলে দাবি করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (৫ জুন) দিবাগত রাত ২টায় ফকিরগঞ্জ এলাকার বঙ্গবন্ধু বাজারের পাশের একটি ফাঁকা জমিতে এ বন্দুকযুদ্ধ সংঘটিত হয় বলে দাবি করেছেন দিনাজপুর-৪২ বিজিবির অধিনায়ক লে.কর্নেল গাজী নাহিদ উজ জামান।
বন্দুকযুদ্ধে নিহতের নাম মনিরুল ইসলাম বাবুল। তিনি দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার উত্তর সুজালপুর গ্রামের মৃত মাইদুল ইসলামের ছেলে।