Zee5 Contract Coming Soon

।। বার্তাকক্ষ প্রতিবেদন ।।

মাগুরার সদর উপজেলায় পিকআপ ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে চালক ও হেলপার নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও দুজন। সোমবার সকাল সাড়ে ৬টার দিকে মাগুরায় দরগাগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- পিকআপচালক শাহাদাত হোসেন (২৪) মুন্সীগঞ্জ দক্ষিণ বালাসুর গ্রামের সাজাহান বয়াতির ছেলে ও কাভার্ডভ্যানের হেলপার নাইম হোসেন (২৭) ফরিদপুরের মধুখালী উপজেলার দয়ারাম গ্রামের বাসিন্দা।

রামনগর হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ এসআই সাফুর আহমেদ জানান, দুর্ঘটনায় আহত দুজনকে উদ্ধারের পর মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। এ ছাড়া নিহতদের পরিবারকে মৃতদেহ শনাক্তের জন্য খবর দেয়া হয়েছে।