
।। বার্তাকক্ষ প্রতিবেদন ।।
ভারতে বামদের আসন ক্রমেই কমছে। এবার ছয়টি আসতে জিতেছে তারা, যা ইতিহাসে সবচেয়ে কম। ভারতে বামদের আসন ক্রমেই কমছে। এবার ছয়টি আসতে জিতেছে তারা, যা ইতিহাসে সবচেয়ে কম।
বিশাল ভারতে ক্ষমতায় কখনও যেতে পারেনি বামরা, কিন্তু ক্ষমতায় কে যাবে, তা নির্ধারণের ভূমিকায় তারা তো ছিলই, একবার বাম নেতা জ্যোতি বসুর প্রধানমন্ত্রী হওয়ার ক্ষেত্রও তৈরি হয়েছিল।
কিন্তু এবারের লোকসভা নির্বাচনে বামদের অবস্থা সঙ্গিন। সারা ভারতে প্রায় সাড়ে ৫০০ আসনের মধ্যে মাত্র ছয়টি আসনে জিতেছে বাম ফ্রন্ট। নিজেদের এক সময়ের দুর্গ পশ্চিমবঙ্গ থেকে ফিরতে হয়েছে খালি হাতে।
ভারতের ইতিহাসে এত খারাপ ফলের বামদের কখনও হয়নি। ২০০৪ সালের নির্বাচনে বামফ্রন্টে নিজেদের ইতিহাসে সর্বাধিক ৫৩টি আসনে জয়ী হয়েছিল। তারপর থেকে কমছে আসন।
২০১৪ সালের নির্বাচনে বামফ্রন্টের আসন সংখ্যা ১০টিতে নেমে এসেছিল, এবার তারও অর্ধেক কমে গেছে।
ভরাডুবির জন্য বিজেপির বিভেদমূলক প্রচারকে দায়ী করলেও বামফ্রন্টের বড় শক্তি সিপিএম বলেছে, এই শোচনীয় পরাজয়ের কারণ খুঁজে দেখবেন তারা।
বৃহস্পতিবার ফল ঘোষণার পর সিপিএম নেতা সীতারাম ইয়েচুরী এক সংবাদ সম্মেলনে বলেন, এই হারের কারণ বের করে তা থেকে শিক্ষা নিয়ে পরবর্তী কর্মপন্থা সাজাবেন তারা।