Zee5 Contract Coming Soon

।। শিলংটাইমস ও ইস্টমোজো, গুয়াহাটি ।।

আসামের গুয়াহাটিতে একটি শপিংমলের সামনে বিস্ফোরণে অন্তত একজন নিহত ও ৬ জন গুরুতর আহত হওয়ার খবর পাওয়া গেছে। বুধবার রাতে নগরীর প্রাণকেন্দ্র আরজি বড়ুয়া সড়কের সেন্ট্রাল মলের সামনে এ ঘটনা ঘটে।

পুলিশের ধারণা, বিস্ফোরণটি একটি গ্রেনেড হামলা থেকে হয়। অকুস্থল থেকে মাত্র ২০ ফুট দূরে পুলিশের একটি তল্লাশীচৌকি ছিলো।

গুয়াহাটির পুলিশ কমিশনার দীপক কুমার জানান, তারা মনে করছেন, এই হামলার লক্ষ্য ছিলো পুলিশের তল্লাশিচৌকি।

তিনি বলেন, “বিষয়টি নিয়ে আমরা তদন্ত করছি। যারা এর জন্য দায়ী, তাদের শিগগির আমরা গ্রেফতার করতে পারবো।”

যদিও পুলিশ এ ঘটনায় কেউ নিহত হয়েছে কি না সে ব্যাপারে কোনো তথ্য দেয়নি।

এই হামলায় ভারতের কেন্দ্রীয় আর্মড পুলিশ ফোর্স এসএসবি’র দুই জওয়ানসহ অন্য আহতদের গুয়াহাটি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।