
।। বার্তাকক্ষ প্রতিবেদন ।।
পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে একটি পাঁচ তারকা হোটেলে হামলা চালিয়েছে বন্দুকধারীরা। এ ঘটনায় কমপক্ষে চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বিদেশি পর্যটকদের কাছে জনপ্রিয় হোটেলটিতে শনিবার (১১ মে) স্থানীয় সময় পাঁচটার কিছু আগে এ হামলা চালানো হয়।
খবরে বলা হয়, হামলার পর বেলুচিস্তানের বন্দর শহর গওয়াদরের পার্ল কন্টিনেন্টাল হোটেলের অধিকাংশ অতিথিকে সরিয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন দেশটির কর্মকর্তারা। বন্দরটিতে চীনের মাল্টি বিলিয়ন ডলারের একটি প্রকল্পের কাজ চলছে।
এদিকে হামলার দায় স্বীকার করেছে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বেলুচিস্তান লিবারেশন আর্মি। জঙ্গিগোষ্ঠীটি বলছে, চীনা বিনিয়োগে স্থানীয়দের খুব একটা লাভ হবে না। তাই বিদেশি বিনিয়োগকারীদের লক্ষ্য করে এ হামলা চালিয়েছে তারা।
হামলার সময় কতজন গেস্ট হোটেলে ছিলেন তা জানা যায়নি। তবে অধিকাংশ অতিথিকে সরিয়ে নেওয়া হয়েছে বলে দাবি করেছেন কর্মকর্তারা। আইনশৃঙ্খলা বহিনী বলছে, অভিযানে তিন বন্দুকধারীরসহ হোটেলটির এক নিরাপত্তা রক্ষী নিহত হয়।