
।। নিজস্ব প্রতিবেদক, রাজশাহী।।
চলন্ত বাসে ইবনে সিনা হাসপাতালের নার্স তানিয়াকে ধর্ষণের পর হত্যার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন করেছেন রাজশাহী নার্সিং কলেজের শিক্ষার্থীরা। রোববার (১২ মে) সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের প্রধান গেটের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানবনন্ধনে বক্তারা বলেন, দেশে ধর্ষণ প্রতিদিনকার ঘটনায় রূপ নিয়েছে। ধর্ষণের পর নির্মমভাবে হত্যা করা হচ্ছে। কিন্তু এর বিচার হচ্ছে না। এভাবে চলতে থাকলে সমাজে কোন নারী শিশুই আর নিরাপদ থাকবে না। তাই নার্সের এই নির্মম হত্যায় জড়িতদের কঠোর শাস্তির আওতায় এনে সমাজে দৃষ্টান্ত স্থাপন করতে হবে।
এসময় মানববন্ধনে বক্তব্য দেন রাজশাহী নার্সিং কলেজের শিক্ষার্থী ইলোরা পারভীন, নাজমা সুলতানা, ময়েজ উদ্দিন, ফখরুল ইসলাম, সাদরুল ইসলাম, খন্দকার গোলাম রাজ, সাথী আক্তার, লাবণ্য আক্তার প্রমুখ।