।। বার্তাকক্ষ প্রতিবেদন ।।
ভারতের পুনে শহরের কাছে একটি কাপড়ের গুদামে লাগা আগুনে ঘুমন্ত অবস্থায় পাঁচ শ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার ভোরে পুনের কাছে একটি গ্রামে ঘটনাটি ঘটেছে ।
পুনে পুলিশের (রুরাল) এক কর্মকর্তার বরাতে বার্তা সংস্থা আইএএনএসের প্রতিবেদনে বলা হয়েছে, উরুলি দেভাচি গ্রামের ওই কাপড়ের গুদামটিতে ভোর ৫টার দিকে আগুন লাগে, সেখানে কাজ করা শ্রমিকরা তখন গুদামটির একটি কক্ষে ঘুমিয়ে ছিলেন। আগুন দ্রুত ছড়িয়ে পড়ার পর তাদের পাঁচ জন শ্বাসরুদ্ধ হয়ে মারা যান।
দমকলের চারটি গাড়ি ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনার পর আহতদের হাসপাতালে নেওয়া হয়। আগুন লাগার কারণ তাৎক্ষণিভাবে পরিষ্কার হয়নি।
