
।। বার্তাকক্ষ প্রতিবেদন ।।
স্বার্থের সংঘাত-এর কারণ দেখিয়ে শচিন টেন্ডুলকারকে কারণ দর্শানোর নোটিস পাঠিয়েছে বোর্ড অব কনট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। শচিন বোর্ডের ক্রিকেট অ্যাডভাইজরি প্যানেলের একজন, একই সঙ্গে তিনি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দল মুম্বাই ইন্ডিয়ান্সের মেন্টর। সেজন্যই বোর্ডের ন্যায়পাল তাকে কারণ দেখাতে বলেছেন।
এর জবাবে নিজের ক্ষোভ প্রকাশ করেন লিটল মাস্টার শচীন টেন্ডুলকার। তিনি মনে করেন, অ্যাডভাইজরি কমিটির সদস্য হিসেবে শচীন-সৌরভ এবং লক্ষ্মণদের অবস্থান কী সেটা কমিটি অব অ্যাডমিনিস্ট্রেটর্স (সিওএ) প্রধান বিনোদ রাই এবং বোর্ড প্রধান নির্বাহী রাহুল জোহরির আগেই স্পষ্ট করা উচিত ছিল।
কড়া ভাষায় দেয়া চিঠিতে ১৩টি পয়েন্টের একটিতে শচিন লিখেছেন, ‘আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের পরই ২০১৩ সালে আমি মুম্বাই ইন্ডিয়ান্সের মেন্টর হই। ২০১৫ সালে বিসিসিআই আমাকে ক্রিকেট অ্যাডভাইজরি কমিটির সদস্য হিসেবে নিয়োগ করে। তারপরও বোর্ড কীভাবে আমাকে স্বার্থ সংঘাত ইস্যুতে নোটিস পাঠায়।