
।। বার্তাকক্ষ প্রতিবেদন ।।
ত্রিদেশীয় সিরিজে নিজেদের প্রথম ম্যাচে উইন্ডিজের বিপক্ষে ফিল্ডিংয়ে নেমেছে বাংলাদেশ। এর আগে টসে জিতে ব্যাটিং বেছে নিয়েছেন ক্যারিবীয় অধিনায়ক জেসন হোল্ডার।
মঙ্গলবার (৭ মে) ডাবলিনে ক্যাসেল অ্যাভিনিউতে জয় দিয়ে সিরিজ শুরুর প্রত্যাশা নিয়ে বাংলাদেশ সময় বিকেল পৌনে চারটায় মাঠে নেমেছে টাইগাররা।
আজকের ম্যাচে টাইগারদের প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ এরইমধ্যে সিরিজের প্রথম ম্যাচে স্বাগতিক আইরিশদের হারিয়ে উড়ন্ত সূচনা করেছে। অপরদিকে প্রস্তুতিমূলক ম্যাচে আয়ারল্যান্ড ‘এ’ দলের কাছে ৮৮ রানে হেরে সফর শুরু করেছে বাংলাদেশ।
ওয়েস্ট ইন্ডিজ একাদশ: শেন ডওরিচ, শাই হোপ (উইকেটরক্ষক), ড্যারেন ব্রাভো, রোস্টন চেজ, জোনাথন কার্টার, সুনীল অ্যামব্রিস, অ্যাশলে নার্স, জেসন হোল্ডার (অধিনায়ক), কেমার রোচ, শেলডন কোটরেল, শ্যানন গ্যাব্রিয়েল।