।। বার্তাকক্ষ প্রতিবেদন ।।
নারায়ণগঞ্জের আড়াইহাজারে ৭০ বছর বয়সী এক নারীকে হাত-পা বেঁধে আগুনে পুড়িয়ে হত্যা করা হয়েছে।
রোববার ভোরে উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়নের উলুকান্দি পূর্বপাড়া এলাকায় এ ঘটনা ঘটে বলে আড়াইহাজার থানার কালাপাহাড়িয়া পুলিশ ফাঁড়ির এসআই বিজয় জানান।
নিহত আমেনা বেগম ওই এলাকার আব্দুল গফুরের মেয়ে।
এলাকাবাসীর বরাতে এসআই জানান, উলুকান্দি পূর্বপাড়া এলাকায় একটি টিনের ঘরে আমেনা একাই থাকতেন । ভোরে দুর্বৃত্তরা মশারি দিয়ে আমেনার হাত-পা মুখ বেঁধে কেরোসিন বা অন্য কোনো দাহ্য পদার্থ ঢেলে আগুনে ধরিয়ে দেয়।
“এ সময় আমেনার চিৎকারে স্বজন ও প্রতিবেশীরা গিয়ে আগুন নেভায়। কিন্তু ততক্ষণে তার মৃত্যু হয়।”
এসআই জানান, আগুনে ওই বৃদ্ধার ঘরের চৌকি পুড়ে গেছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।
এ বিষয়ে আড়াইহাজার ওসি আক্তার হোসেন বলেন, হত্যাকাণ্ডের কারণ ও জড়িতদের বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি। ঘটনাটি তদন্ত করা হচ্ছে।