।। বার্তাকক্ষ প্রতিবেদন ।।
নুসরাত জাহান রাফি হত্যার আগে তাকে থানায় ভিডিও ধারণ এবং আপত্তিকর কথা বলায় ফেনীর সোনাগাজী থানার সাবেক ওসি মোয়াজ্জেম হোসেনের বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনালে মামলা দায়ের করা হয়েছে।
সোমবার দুপুরে বাংলাদেশ সাইবার ট্রাইব্যুনালে মামলাটি দায়ের করেন হাইকোর্টের আলোচিত ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন।
সংশ্লিষ্ট আদালতের পেশকার শামিম হোসেন বিষয়টি নিশ্চত করেন।